বিশ্বসেরা অলরাউন্ডার শাকিবের জম্মদিন বলে কথা! জম্মদিনে ভক্তদের পাশাপাশি ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা আইসিসিও শুভেচ্ছা জানিয়েছে ক্রিকেটের নক্ষত্র শাকিব আলহাসানকে।
শুভেচ্ছাবার্তা জানিয়ে আইসিসি টুইট করেছে। ফেসবুকে দেয়া পোস্টে আইসিসি লিখেছে, ১০০৭৪ আন্তর্জাতিক রান, ৪৯৮ আন্তর্জাতিক উইকেট (চলছে) শীর্ষ টেস্ট ও টি-টোয়েন্টির অলরাউন্ডার। শুভ ৩১তম জন্মদিন সাকিব আল হাসান।
আজকের বাজার/আরজেড