শাকিব-অপুর বিচ্ছেদ গুজবে নতুন অনুসঙ্গ

হঠাৎ কিছু না বলেই কলকাতা গিয়েছেন অপু। এতটাই জলদি গিয়েছেন যে সন্তান আব্রাম খান জয়কে একাই রেখে গেছেন ঢাকায় । সন্তানকে রেখে কী কারণে অপুর এই বিদেশ ভ্রমন তা রহস্য হয়েই রইল। তবে জানা গেছে চিকিৎসা করাতেই নাকি ভারতে গিয়েছেন অপু বিশ্বাস। কিন্তু এই ঘটনাকে কোনো ভাবেই মেনে নিতে পারছেন না গত বৃহস্পতিবার দেশে ফেরা শাকিব খান।

শাকিব এ বিষয়ে একটি দৈনিককে বলেন, কী এমন হলো যে, চিকিৎসা করাতে ভারতে যেতে হলো। আর গেলোই যদি আমার সন্তানকে আমার মা-বাবার কাছে রেখে যেতে পারতো অপু। কিন্তু সে তা করেনি। শাকিবের সন্দেহ নিশ্চয় এর মধ্যে কোনো কারণ লুকিয়ে আছে!
এর আগেও বিবাহ, সন্তান জন্মদান সর্বশেষ ছেলে জয়ের জন্মদিন, বিবাহ বিচ্ছেদের খবরের মাধ্যমে বেশ কয়েকবার আলোপচনায় এসেছেন শাকিব-অপু। এবার সন্তান আব্রামকে কাজের লোকের কাছে রেখে বাইরে থেকে তালা দিয়ে অপুর ভারত সফর আবারো আলোচনার শীর্ষে এনেছে এই তারকা দম্পতিকে।
শাকিব খান-অপু বিশ্বাসের সম্পর্ক ভেঙে যাচ্ছে এমন খবরে সংবাদের শিরোনাম হলেও তাদের কাছ থেকে কোনো মন্তব্য পাওয়া যাচ্ছিল না। শুধু ঘনিষ্ঠ সূত্রের বরাত দিয়েই সংবাদের শিরোনাম হচ্ছিলেন তারা।
মা হিসেবে অপু তার দায়িত্ব পালন করে না এমন অভিযোগ আগে থেকেই করে আসছেন শাকিব। আর এতেই খবর ছড়িয়ে পড়েছে শাকিব অপুর বিবাহ বিচ্ছেদ সময়ের ব্যাপার মাত্র।
আজকরে বাজার: সাল/ি১৮ নভেম্বর ২০১৭