ভাঙনের সুর উঠেছে শাকিব ও অপুর সংসারে। শোনা যাচ্ছে, বিচ্ছেদের প্রক্রিয়া নিয়ে আইনজীবীর সঙ্গেও আলাপ করেছেন শাকিব খান।
এমন গুঞ্জনের মধ্যেই শনিবার সন্ধ্যা পর্যন্ত এফডিসিতে শুটিং করেন শাকিব খান। শুটিংয়ের ফাঁকে সাংবাদিকদের সঙ্গে কথাও বলেন তিনি। এ সময় সাংবাদিকরা অপুর সঙ্গে তার বিচ্ছেদের বিষয়টি জানতে চান। জবাবে, বিষয়টি একেবারে অস্বীকার করেননি এই নায়ক। আবার স্পষ্ট করেও কিছু বলেননি। শাকিব খান বলেন, ‘যখন হবে, তখন তো সবাই জানতে পারবেন। এ নিয়ে এখন আগ বাড়িয়ে কথা বলার কিছু নেই।’
এ বিষয়ে অপু বিশ্বাসের দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি বলেন, বিষয়টি নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই। আর যেহেতু মাথা ব্যথা নেই, সেটি নিয়ে কিছু বলারও প্রয়োজন বোধ করছি না। যা হওয়ার হচ্ছে, হোক।
বর্তমানে নিজের সিনেমার শুটিং নিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন শাকিব খান। অন্যদিকে নিজেকে নতুন করে ফিরে পাবার প্রস্তুতি নিচ্ছেন অপু । আগামী ১ ডিসেম্বর থেকে নতুন ছবি ‘কাঙ্গাল’ এর শুটিং শুরু করবেন তিনি। এই ছবিতে নায়ক হিসেবে থাকছেন ডিএ তায়েব ও বাপ্পি।
আজকের বাজার : সালি / ১৫ নভেম্বর ২০১৭