জান্নাতুল নাঈম এভ্রিল মিস ওয়ার্ল্ড নিয়ে আলোচিত-সমালোচিত সেই সাথে জীবন, ক্যারিয়ার নিয়ে এক সময় আলোচনার শীর্ষে থাকা মেয়েটি ছোট পর্দায় অভিনয়ে নাম লেখালেও এবার হয়ত তাকে বড় পর্দায়ও দেখা যেতে পারে।
চলচ্চিত্রে অভিনয়ের প্রতি আগ্রহ তার আগ্রহ আগে থেকেই, এবার হয়ত তা সত্যিতেই পরিণত হতে যাচ্ছে। এরইমধ্যে নাটকে, মিউজিক ভিডিও, টেলিফিল্মে কাজ করেছেন এভ্রিল। মডেলিংয়েও তিনি সরব। বর্তমানে নাচ, ফাইট আর অভিনয়টা শেখার প্রতি মনোযোগ দিয়েছেন।
সম্প্রতি তার একটি ফেসবুক পোস্ট সেটিকেই ইঙ্গিত করছে। ঢালিউডের শীর্ষ নায়ক শাকিব খানের সঙ্গে দুটি ছবি পোস্ট করেছেন নিজের ফেসবুক ওয়ালে। এ ব্যাপারে এভ্রিল বলেছেন, চলচ্চিত্রে আসছি নিশ্চিত। তবে নিজেকে আগে গুছিয়ে নিই। এরপরই প্রযোজনা প্রতিষ্ঠানের নাম, পরিচালক কে, অন্য কলাকুশলী কারা থাকবেন জানিয়ে দেব।
এভ্রিল আরো জানান, ২৯ জুন রাতে শাকিব খানের সঙ্গে বৈঠক হয়েছে। এভ্রিল বলেছেন, শাকিব ভাইয়ের সঙ্গে আমার আনুষ্ঠানিক আলোচনা সফল হয়েছে। বিস্তারিত জানাব ১৫ জুলাইয়ের পর।
আজকের বাজার/আরআইএস