শাকিব-বুবলীর মাঝে পায়েল মুখার্জি

ছবি : ইন্টারনেট

আবারও আলোচনায় শাকিব খান বুবলী। তবে বুবলী একা নয়, পাশে কলকাতার অভিনেত্রী পায়েল মুখার্জি।

এবার শাকিবের নতুন ছবিতে নায়িকা হিসেবে বুবলীর পাশাপাশি দেখা যাবে পায়েল মুখার্জিকে। ছবির নাম ‘খান ক্যাপ্টেন’ ।

দিন পাঁচেক আগেই জানা গিয়েছিল এ ছবিতে অভিনয় করবেন শাকিব। তখন থেকেই চলছিল আলোচনা, কে হবেন এ ছবির নায়িকা। বুবলী থাকছেন তো! হ্যা, ঠিকই ধরেছেন বুবলী থাকছেন তবে মাঝে পায়েল মুখার্জি।

উত্তম আকাশেল পরিচালনায় ছবিটি নির্মিত হবে শাপলা মিডিয়ার প্রযোজনায়।

আগামী ২০ মার্চ থেকে কলকাতায় শুরু হবে ছবিটির শুটিং। এরপর দেশ ও দেশের বাইরের বিভিন্ন লোকেশনে চিত্রায়িত হবে ‘ক্যাপ্টেন খান’।

উল্লেখ্য, এর আগে পায়েল মুখার্জি বাংলাদেশের প্রথম ছবিতে চুক্তিবদ্ধ হন ফেরদৌসের বিপরীতে। এহসান ও বাপ্পির যৌথ পরিচালনায় ছবিটির নাম ‘শ্যাওলা’।

আজকের বাজার : আরজেড/ আরএম/২৪ ফেব্রুয়ারি ২০১৮