রাজধানীর নিকেতনে নকশা না মেনে ভবন নির্মাণ করায় শাকিব খান রানাকে ১০ লাখ টাকা জরিমানা করেছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)।
সোমবার রাজউকের ভ্রাম্যমাণ আদালতের অভিযানে নির্বাহী ম্যাজিস্ট্রেট হাকিম আশরাফ হোসেন এ জরিমানা করেন। অভিযানে উপস্থিত ছিলেন রাজউকের জোন-৪ এর অথরাইজ অফিসার মোহাম্মাদ হোসেন, সহকারী অথরাইজ অফিসার পারভেজ আহমাদসহ রাজউকের কর্মকর্তারা।
বিষয়টি নিশ্চত করেছেন রাজউকের অঞ্চল-৪ এর অথরাইজড অফিসার মো. হোসেন। তিনি বলেন, নকশা না মেনে রাজধানীর নিকেতনে বাড়ি নির্মাণ করায় এ জরিমানা করা হয়েছে।
নির্মাণাধীন ১০ তলা ভবনটি নিকেতনের ‘ই’ ব্লকের ৬ নম্বর সড়কে অবস্থিত। ভবনটির সামনে সাইনবোর্ডে লেখা আছে, ক্রয় সূত্রে জমির মালিক শাকিব খান রানা।
বর্তমানে ভবনটি দেখভাল করছেন শাকিব খানের অন্য সাইটের ব্যবস্থাপক সম্রাট হোসেন। তিনি জানান, এই ভবনটি দেখাশোনার দায়িত্বে (ম্যানেজার) যিনি ছিলেন রাজউকের কর্মকর্তারা তাকে নিয়ে গেছেন।
আজকের বাজার/এমএইচ