শাজাহানপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ২

বগুড়ার শাজাহানপুর উপজেলায় সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত হয়েছেন।

বুধবার (২৭ জুন) উপজেলার সুজাবাদ দহপাড়া দ্বিতীয় বাইপাস মহাসড়কে ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, অটোরিকশাচালক গাবতলী উপজেলার বাহাদুরপুর গ্রামের আবদুল কাদেরের ছেলে সুলতান আহম্মেদ (৪৫) ও যাত্রী শাজাহানপুর দড়িনন্দ গ্রামের ওমর উদ্দিন প্রামাণিকের ছেলে কমর উদ্দিন প্রামাণিক (৪০)।

শাজাহানপুর থানার এসআই জাহাঙ্গীর কবির বলেন, উপজেলার মাদলা থেকে ছেড়ে আসা বনানীগামী যাত্রীবাহী একটি অটোরিকশা সকাল সাড়ে ১০টার দিকে সুজাবাদ দহপাড়া এলাকায় দ্বিতীয় বাইপাস মহাসড়কে পৌঁছে। এ সময় একই দিক থেকে আসা ইটবোঝাই ট্রাকের চালক নিয়ন্ত্রণ হারিয়ে অটোরিকশাকে ধাক্কা দেয়।
এতে ঘটনাস্থলেই অটোরিকশার যাত্রী কমর উদ্দিন নিহত ও চালক সুলতান আহম্মেদ গুরুতর আহত হন।

তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করার কিছুক্ষণ পর তিনি মারা যান।

নিহতদের মরদেহ পুলিশ উদ্ধার করে তাদের পরিবারের কাছে হস্তান্তর করেছে।

আজকের বাজার/একেএ