বাঁ-হাতি ব্যাটসম্যান নাজমুল হোসেন শান্তর হাফ-সেঞ্চুরিতে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের একমাত্র টেস্টে ২ উইকেটে ১২০ রান নিয়ে দ্বিতীয় দিনের চা-বিরতিতে গেল স্বাগতিক বাংলাদেশ। মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আজ সকালে জিম্বাবুয়েকে প্রথম ইনিংসে ২৬৫ রানে অলআউট করে বাংলাদেশ। এরপর নিজেদের ইনিংস শুরু করে চতুর্থ ওভারের শেষ বলে দলীয় ১৮ রানে ওপেনার সাইফ হাসানের উইকেট হারায় বাংলাদেশ। ২টি চারে ১২ বলে ৮ রান করেন সাইফ।
আরেক ওপেনার তামিম ইকবাল ও নাজমুল হোসেন শান্ত দ্বিতীয় উইকেটে ৭৮ রানের জুটি গড়েন। তামিম ৭টি চারে ৮৯ বলে ৪১ রান করে ফিরেন।
তবে টেস্ট ক্যারিয়ারের প্রথম হাফ-সেঞ্চুরি তুলে ৫৫ রান নিয়ে চা-বিরতিতে যান শান্ত। ১১২ বল মোকাবেলা করে ৭টি চার মারেন তিনি। অধিনায়ক মোমিনুল হক ১২ রানে অপরাজিত ছিলেন। জিম্বাবুয়ের ডান-হাতি পেসার ভিক্টর নায়ুচি ও ডোনাল্ড ত্রিপানো ১টি করে উইকেট নিয়েছেন। তথ্য-বাসস
আজকের বাজার/আখনূর রহমান