বগুড়া-৬ আসনের উপ-নির্বাচনের ভোট গ্রহণ শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। এ নির্বাচনে কোথাও কোন ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটার খবর পাওয়া যায়নি।
তবে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোট প্রদান করে ভোটাররা ব্যাপকভাবে উচ্ছ্বসিত হয়েছে। নতুন এই প্রযুক্তিতে ভোট দিতে ব্যাপক কৌতুহল দেখা গেছে ভোটারদের মধ্যে।
সদর থানার শহীদ নগরের ভোটার রুবিনা আখতার ভোট দেয়ার পর বলেন, আমরা এই প্রথম বারের মতো ইভিএমে ভোট দিয়েছি। ইভিএমে ভোট দিতে পেরে আমরা খুব খুশি। কারণ এতে কারো কোন ধরণের প্রভাব বিস্তার করার কোন সুযোগ নেই।
ইভিএম পদ্ধতিতে ভোট দেয়ার আগ্রহের কারণে ভোটার উপস্থিতি বেড়েছে বলে জানিয়ে পাঁচ বাড়িয়ে ইসলাম উদ্দিন ভোট কেন্দ্রের প্রিজাইডিং অফিসার রাশেদুল ইসমাল বলেন, ইভিএমে ভোট গ্রহণ করায় ভোটার উপস্থিতি অনেক বেড়েছে। শুধু তাই নয়, এ পদ্ধতিতে ভোট হওয়ায় নির্বাচনের সঙ্গে সংশ্লিষ্টদেরও ঝুকি অনেক কমে গেছে। কারণ, এতে জাল ভোট, ব্যালট বাক্স ছিনতাইয়ের কোন সুযোগ নেই।
রিটার্নিং কর্মকর্তা ও বগুড়ার সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা মাহবুব আলম শাহ্ জানান, এ উপ-নির্বাচনে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৮৭ হাজার ৪৫৮জন।