শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে চট্টগ্রামের ১৬ আসনে ভোটগ্রহণ শেষ

বিচ্ছিন্ন দু-একটি ঘটনা ছাড়া শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে চট্টগ্রামের ১৬টি সংসদীয় আসনে ভোটগ্রহণ শেষ হয়েছে। ভোটারগণ স্বতঃস্ফূর্তভাবে কেন্দ্রে এসে তাঁদের ভোটাধিকার প্রয়োগ করে ঘরে ফিরে গেছেন।
আজ সকাল থেকে চট্টগ্রাম-৯, চট্টগ্রাম-৮ (বোয়ালখালী-চান্দগাঁও-পাঁচলাইশ), চট্টগ্রাম-১০ (খুলশী-পাহাড়তলী), চট্টগ্রাম-১১ (বন্দর-পতেঙ্গা) সংসদীয় আসনের ২৮ টি কেন্দ্রে সরেজমিন পরিদর্শন ও বাকী ১২টি আসনের ভোটার, নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারী ও দায়িত্বরত সাংবাদিকদের সাথে আলাপ করে এ চিত্র জানা যায়।
পরিদর্শনে দেখা গেছে, অধিকাংশ কেন্দ্রে নারী ভোটারের চেয়ে পুরুষ ভোটারের উপস্থিতি অনেক বেশি ছিল। সকাল ৮ টায় ভোটগ্রহণ শুরুর সময়ে শীতকে উপেক্ষা করে দীর্ঘ লাইনে ভোটারের উপস্থিতি লক্ষ্য করা গেছে। তবে, সকাল ৯ টার দিকে চান্দগাঁও মৌলভী পুকুর পাড় এলাকায় ভোটবিরোধীরা ভোটারদের বাধাদানের চেষ্টা করে। এ সময় ভোটগ্রহণর প্রক্রিয়া স্বাভাবিক রাখতে এগিয়ে আসা আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যদের সাথে সংঘর্ষে লিপ্ত হয় তারা।

চট্টগ্রাম-১০ (খুলশী-পাহাড়তলী) আসনের কেন্দ্র নাসিরাবাদ সরকারি উচ্চ বিদ্যালয়ে সকাল থেকে বিপুল সংখ্যক ভোটারকে ভোট দিতে দেখা যায়। এ কেন্দ্রের প্রিজাইডিং অফিসার জানান, দুপুর দুইটায় ৩৪ শতাংশ ভোটগ্রহণ হয়েছে। তিনি তার কেন্দ্রে ৪০ শতাংশ ভোট পড়বে বলে আশা করেন।
চট্টগ্রাম-৯ (কোতোয়ালী-বাকলিয়া) আসনের বাকলিয়া সরকারি উচ্চ বিদ্যালয় ও বিএড কলেজ পাশাপাশি এ দুই কেন্দ্রে সকাল ১১ টার দিকে বিপুল সংখ্যক ভোটারের উপস্থিতি দেখা যায়। এ সময়ে ১৫ শতাংশ ভোটগ্রহণ হয় বলে দুই প্রিজাইডিং অফিসার জানান।

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র বীর মুক্তিযোদ্ধা মো. রেজাউল করিম চৌধুরী নগরীর বহদ্দারহাট এখলাছুর রহমান সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভোট প্রদান করেন। তিনি চট্টগ্রাম-৮ আসনের ভোটার।
ভোট দিয়ে মেয়র বলেন, সুষ্ঠু ও অবাধ নির্বাচনে ভোট দিয়েছি। নাগরিকদের বলব, গণতন্ত্র সমুন্নত রাখতে, উন্নয়নের ধারাকে বেগবান করতে ভোট দিন। আপনাদের সমর্থনে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি আরো দৃঢ়ভাবে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ার প্রত্যয়ে এগিয়ে যাবে।
পরিদর্শনে প্রায় প্রতিটি কেন্দ্রে তরুণ ভোটারের আধিক্য চোখে পড়ার মতো ছিল। এরা উচ্ছ্বাস নিয়ে কেউ সপরিবারে, কেউ কেউ বন্ধু-বান্ধব মিলে কেন্দ্রে এসেছেন এবং লাইন ধরে ভোট দিয়ে জনতার কাতারে ভিড়ে আড্ডায় মেতেছেন।

চট্টগ্রাম-৯ আসনের ভোটার রামিশা আনজুম বেলা ১২ টার দিকে বাকলিয়া সরকারি কলেজ কেন্দ্রে ভোট দিতে আসেন তার স্বামীকে নিয়ে। এ সময় প্রতিক্রিয়ায় তিনি বলেন, ‘এবার আমি প্রথম ভোটার হয়ে ভোট দিলাম। এতোদিন বাবা-মা’র মুখে ভোটের গল্প শুনেছি, আজ ভোট দিয়ে অনেক খুশি লাগছে। আমি এ কেন্দ্রের ভোটার হলেও আমার স্বামীর কেন্দ্র প্রায় তিন কিলোমিটার দূরে। কিন্তু ভোট দিতে আমার আগ্রহ দেখে সে আমাকে সঙ্গে নিয়ে এখানে এসেছে।’

ভোটের পরিবেশ চমৎকার উল্লেখ করে তিনি বলেন, ‘ভোট নিয়ে শোনা অনেক গল্পে সন্ত্রাস-হানাহানির কথা শুনেছি। আজ ঘর থেকে বের হওয়ার সময় একটু ভয় নিজের মধ্যেও ছিল। কিন্তু কেন্দ্রে এসে এমন সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশ দেখে মন ভালো হয়ে গেছে।’
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রামের ১৬ আসনে ১২৫ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। মোট ভোটার ৬৩ লাখ ৭ হাজার ৯৯৫ জন। এর মধ্যে পুরুষ ৩২ লাখ ৮২ হাজার ২৫৫ জন ও মহিলা ৩০ লাখ ২৪ হাজার ৬৮৪ জন। (বাসস)