শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ চলছে শরীয়তপুর পৌরসভায়

দ্বিতীয় দফা পৌরসভা নির্বাচনে শান্তিপূর্ণ ভোটগ্রহণ চলছে শরীয়তপুর পৌরসভায়। আজ শনিবার সকাল ৮ টা থেকে সময় ইলেক্ট্রনিকস ভোটিং মেশিন (ইভিএম) এর মাধ্যমে ৯টি ওয়ার্ডের ১৮টি কেন্দ্রে ভোট গ্রহণ চলছে। ইলেক্ট্রনিক ভোটিং মেশিনের মাধ্যমে জেলায় প্রথম গ্রহণ উপলক্ষে ভোটারদের মধ্যে ব্যাপক আগ্রহ লক্ষ্য করা গেছে। বেলা সাড়ে ১১ টা পর্যন্ত কোথাও কোন অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
১৮ কেন্দ্রের আইন শৃঙ্খলা পরিস্তিতি স্বাভাবিক রাখতে জেলা প্রশাসন ১২ জন জন নির্বাহী ম্যাজিস্ট্রেটসহ পুলিশ বিজিবি, আনসার, র‌্যাব ও বিজিবি দায়িত্ব পালন করছেন। শরীয়তপুর পৌরসভায় মোট ভোটার ৩৮ হাজার ৭৪৭ জন।