কঠোর কর্মসূচি দেয়ার হুঁশিয়ারি দিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ বলেন, 'উপযুক্ত সময়ে উপযুক্ত কর্মসূচি দেওয়া হবে। এবং তা কঠোর হবে। এটা শান্তিপূর্ণ বা ভদ্রলোকের কর্মসূচি হবে না।'
শনিবার (৯ জুন) দুপুরে রাজধানীর জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
মওদুদ আহমদ বলেন, 'একটা সময় আসবে সরকার বুঝতে পারবে তাদের এখন আর ক্ষমতায় থাকার সুযোগ নেই। আওয়ামী লীগের বিরুদ্ধে সকল শক্তিকে একত্রিত করে সরকারকে নির্বাচন নির্দলীয় সরকারের অধীনে দিতে বাধ্য করা হবে।'
আরজেড/