শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের অবদানের ভূয়সী প্রশংসা করেছেন জাতিসংঘের শীর্ষ কর্মকর্তা।
সম্প্রতি ঢাকায় অনুষ্ঠিত রিজিওনাল কনসালটেটিভ গ্রুপ অন হিউম্যানিটারিয়ান সিভিল-মিলিটারি কোঅর্ডিনেশনের চতুর্থ বার্ষিক অধিবেশনে মিয়া সেপ্পো এ কথা বলেন।
ঢাকায় জাতিসংঘের ফেসবুক পোস্ট অনুযায়ী বাংলাদেশে জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী মিয়া সেপ্পো বলেন, ‘জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে তাৎপর্যপূর্ণ অবদান রাখায় আমি কর্তৃপক্ষকে বিশেষ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানাই।’
মিয়া সেপ্পো উল্লেখ করেন, তার অফিস ২০১৮ সালে ঢাকার রাজেন্দ্রপুর সেনানিবাসে শান্তিরক্ষা প্রশিক্ষণকেন্দ্র বাংলাদেশ ইনস্টিটিউট অব পিস সাপোর্ট অপারেশন ট্রেনিং (বিপসট)-এ নীল হেলমেট ধারী আঞ্চলিক কমান্ডারদের জন্য একটি প্রশিক্ষণের আয়োজন করে।
এমন সহায়তা অব্যাহত রাখার কথা জানিয়ে তিনি বলেন, ‘বিশেষত নিরপেক্ষতা, স্বাধীনতা এবং নিরপেক্ষতার মানবিক নীতিগুলোর জন্য এমন অংশীদারিত্ব চালিয়ে যাওয়ার জন্য আমরা প্রস্তুত।’
তথ্য-ইউএনবি
আজকের বাজার/এমএইচ