বিশ্বব্যাপী শান্তিরক্ষী মিশনের জন্য বরাদ্দ কমানোর বিষয়ে একমত পোষণ করেছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ। শুক্রবার ৩০ জুন পরিষদের সাধারণ অধিবেশন সুদানের দারফুর এলাকায় শান্তিরক্ষী মিশনে বাজেট কমানোর বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হয়।
বার্তাসংস্থা রয়টার্সের খবরে এ তথ্য জানা গেছে।
ওই খবরে বলা হয়েছে, জাতিসংঘের শান্তিরক্ষী মিশনে যুক্তরাষ্ট্র প্রায় ৬০ কোটি ডলার বরাদ্দ কমানোর সিদ্ধান্তের পরে জাতিসংঘ এই ব্যয় সংকোচনের ঘোষণা দিল।
তবে শান্তিরক্ষী মিশনে বরাদ্দ কমানোর সিদ্ধান্তে আসা পরিষদের জন্য সহজ ছিলো না। খবরে বলা হয়েছে, দীর্ঘ সময়ে উত্তপ্ত বাক্য বিনিময়ের পরে ১ জুলাই থেকে সুদানের দারফুরও আরও ১৫টি শান্তিরক্ষী মিশনের বাজেট কমানোর বিষয়ে পৌঁছায় পরিষদের বাজেট কমিটি।
এবছর ১৪টি মিশনের জন্য আগের বছরের তুলনায় ৫৭ কোটি ডলারের কমিয়ে বরাদ্দ রাখা হয়েছে ৭৩০ কোটি ডলার। সদ্য শেষ হওয়া বছরে এই খাতে বরাদ্দের পরিমাণ ছিল ৭৮৭ কোটি ডলার।
তবে চলতি বছরের জন্য প্রথমে ৬৮০ কোটি ডলারের বাজেট অনুমোদন করে জাতিসংঘের ১৯৩ সদস্য দেশ। পরে আফ্রিকার সুদান আর মধ্য আমেরিকার দেশ হাইতিতে চলমান দুই মিশনের জন্য আলাদা ভাবে অতিরিক্ত আরও ৫০ কোটি ডলার বরাদ্দের অনুমোদন দেয় তারা।
এদিকে নিরাপত্তা পরিষদের অধিবেশন চলাকালে জাতিসংঘে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত নিক্কি হ্যালি বলেন, মাত্র ৫ মাস সময় অতিবাহিত হয়েছে। এর মধ্যেই আমরা জাতিসংঘের শান্তিরক্ষী মিশনে বাজেট কমানোর বিষয়ে সিদ্ধান্ত নিতে পেরেছি। ৫০ কোটি ডলার বরাদ্দ কমানোর সিদ্ধান্তও চূড়ান্ত করেছি।
জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে ৮০০ কোটি ডলার বাজেটের ২৮শতাংশই মার্কিন যুক্তরাষ্ট্র পরিশোধ করে থাকে। ট্রাম্প প্রশাসন এই বাজেটে যুক্তরাষ্ট্রের অংশের পরিমাণ ২৫ শতাংশে নামিয়ে আনার ঘোষণা দিয়েছে।
এই পরিস্থিতিতে জাতিসংঘ মহাসচিব এন্টনিও গুতেরেস সাশ্রয়ী একটি পরিকল্পনা করেছেন। সেই পরিকল্পনা নিয়ে অপরাপর সৈন্য সরবরাহকারী দেশের সঙ্গে আলোচনা শুরু করেছে। পাশাপাশি, জাতিসংঘ মিশনে কর্মরত থাকাকালে সৈন্যদের সুযোগ-সুবিধাও যাতে না কমে সে বিষয় আলোচনায় প্রাধান্য পাচ্ছে।
জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের বর্তমান বাজেট দিয়ে ১৬টি মিশন, একটি আঞ্চলিক কেন্দ্র, লজিস্টিক বেস এবং ১১৩,০০০ সদস্য মোতায়েনের খরচ বহন করা হয়। এর মধ্যে কঙ্গো, দক্ষিণ সুদান এবং সুদানের দারফুরে থাকা মিশনগুলোর প্রতিটিতে এক বিলিয়নের বেশি মার্কিন ডলার করে খরচ হচ্ছে। হাইতি, আইভরি কোস্ট এবং লাইবেরিয়াতে মিশন স্থগিতের ঘোষণাও দিয়েছে জাতিসংঘ।
অাজকের বাজার: আরঅার/ ০১ জুলাই ২০১৭