শান্তি চুক্তির আওতায় ৩৩ ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দেয়া হয়েছে :ইসরায়েল

ইসরায়েলি কারা কর্তৃপক্ষ মঙ্গলবার বলেছে, গাজা উপত্যকা থেকে জিম্মিদের ফিরিয়ে আনতে  শান্তি চুক্তির শর্তের আওতায় রাতে ৩৩ ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দেয়া হয়েছে। খবর এএফপি’র।
এনিয়ে চার দিনের যুদ্ধবিরতি চলাকালে ইসরায়েল কর্তৃপক্ষের মুক্তি দেয়া ফিলিস্তিনি বন্দির সংখ্যা বেড়ে ১৫০ জনে দাঁড়ালো।