পবিত্র ঈদুল আজহা ও জাতীয় শোক দিবস উপলক্ষে সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবি) ৪ আগস্ট (রোববার) থেকে ছুটি ঘোষণা করা হয়েছে। ছুটি চলবে আগামী ১৫ আগস্ট পর্যন্ত।
শনিবার বিশ্ববিদ্যালয় উপ-রেজিস্ট্রার ইউনুস আলী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, রোববার থেকে বিশ্ববিদ্যালয়ের সকল ক্লাস, পরীক্ষা ও মঙ্গলবার থেকে প্রশাসনিক কার্যক্রম বন্ধ থাকবে।
রবিবার থেকে ছুটি শুরু হলেও শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি হওয়ায় ইতিমধ্যে ক্যাম্পাস অনেকটাই ফাঁকা হয়ে গেছে।
এদিকে ঈদের ছুটিতে বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের আবাসিক হল বন্ধ থাকবে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয় রেজিস্ট্রার মুহাম্মদ ইশফাকুল হোসেন।
তিনি জানান, ০৬ আগস্ট বিকাল ৫টার মধ্যে সকল শিক্ষার্থীদের হল ত্যাগের নোটিশ দেয়া হয়েছে। ১৭ আগস্ট সকাল ৯টায় সববগুলো হল খুলে দেয়া হবে বলে জানান তিনি।
আজকের বাজার/এমএইচ