শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে(শাবিপ্রবি) প্রগতিশীল ছাত্রজোটের ধর্মঘট চলাকালে ছাত্রলীগের নেতা-কর্মীদের হামলায় অন্তত ৮জন আহত হয়েছে।
সোমবার ২৯জানুয়ারি বেলা সাড়ে ১১টায় ভার্সিটি গেটে এলাকায় ছাত্রজোট নেতাকর্মীদের সমাবেশ চলাকালে এ হামলা চালানো হয়। আহতরা হলেন- শাবি সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের আহ্বায়ক প্রসেনজিৎ রুদ্র, সাধারণ সম্পাদক নাজিরুল আজম বিশ্বাস, জয়দ্বীপ দাশ, রশিদ ইফাজ, এম কে মুনিম, তৌহিদুজ্জামান জুয়েল, আব্দুল্লাহ আল ক্বাফী, নাঈম আশরাফ আদিব।
প্রত্যক্ষদর্শীরা জানায়, প্রগতীশীল ছাত্রজোটের নেতাকর্মীরা ধর্মঘট সফল করতে বিশ্ববিদ্যালয় গেটে অবস্থান নিয়ে সমাবেশ করছিলেন। বেলা সাড়ে ১১টার দিকে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ নেতা শফিকুর রহমান জিয়ার নেতৃত্বে একদল ছাত্রলীগ নেতাকর্মী এ সমাবেশ হামলায় চালায়। হামলায় জয়দ্বীপ দাশের মাথা ফেটে যায়। তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ছাত্রজোটের নেতা নাজিরুল আজম বিশ্বাস বলেন, আমাদের শান্তিপূর্ণ সমাবেশ শফিকুর রহমান জিয়ার নেতৃত্বে একদল ছাত্রলীগ নেতাকর্মী হামলা চালিয়েছে। এতে অন্তত ৮ জন আহত হয়েছেন। আমরা এ হামলার বিচার চাই।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর জহীর উদ্দিন আহমেদ বলেন, আমি ছাত্রলীগের নেতাদের সাথে কথা বলেছি। তাদের কেউ হামলার বিষয়টি স্বীকার করেননি। তবে শুনেছি, ছাত্রলীগ নেতা শফিকুর রহমান জিয়ার নেতৃত্বে হামলা হয়েছে। বিষয়টি তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।
আজকের বাজার:এসএস/২৯জানুয়ারি ২০১৮