শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এফইটি বিভাগের ছাত্র ও শাখা ছাত্রলীগ কর্মী এসএম আবদুল্লাহ রনি গুলিবিদ্ধ হয়েছেন। তিনি শাখা ছাত্রলীগের সহ-সভাপতি তারিকুল ইসলামের অনুসারি বলে জানা যায়। মঙ্গলবার রাতে ক্যাম্পাসের পাশ্ববর্তী সাতকড়া রেস্টুরেন্টে এ ঘটনা ঘটে।
এ ঘটনা নিয়ে বিশ্ববিদ্যালয়ে বিবদমান ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে উত্তেজনা বিরাজ করছে।
বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সহ-সভাপতি তারিকুল ইসলাম সাংবাদিকদের জানান, মঙ্গলবার রাতে তিনি কয়েকজনকে নিয়ে সাতকরা রেস্টুরেন্টে ছিলেন। এসময় সেখানে ময়মনসিংহ স্টুডেন্টস এসোসিয়েশনের কমিটি নিয়ে সভা চলছিল। তখন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাজিদুল ইসলাম সবুজের অনুসারিরা সেখানে গিয়ে গুলি করেন। এতে রনি গুলিবিদ্ধ হন।
এদিকে অভিযোগ অস্বীকার করে সাজিদুল ইসলাম সবুজ সাংবাদিকদের জানান, তারিকুলের অনুসারীরাই তাদের ওপর গুলি চালিয়েছে। তার অনুসারীরা কোন গুলি করেনি বলে উল্লেখ করেন তিনি।
আরএম/