সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবি) ২০১৯-২০ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে।
বুধবার সকাল ৯টার দিকে প্রকাশ করা হয় বলে ইউএনবিকে নিশ্চিত করেছেন ভর্তি কমিটির সভাপতি অধ্যাপক মোহাম্মদ বেলাল উদ্দিন।
তিনি বলেন, ফলাফল ওয়েবসাইটে প্রকাশ করা হবে ও মোবাইলের এসএমএস সেবার মাধ্যমেও ফল জানা যাবে। আর ভর্তি কার্যক্রম শুরু হবে ১২ নভেম্বর থেকে।
মোবাইলে মাধ্যমে ফল জানতে যেকোনো মোবাইল অপারেটর থেকে SUST-RESULT- ROLL লিখে ১৬২৪২ নম্বরে পাঠালে ফিরতি বার্তায় ফল জানা যাবে।
প্রসঙ্গত, গত ২৬ অক্টোবর বিশ্ববিদ্যালয়ের ২০১৯-২০ সেশনের এ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। চলতি বছরে ২৮টি বিভাগে এক হাজার ৭০৩টি আসনের বিপরীতে ‘এ’ ও ‘বি’ ইউনিটে ৭১ হাজার ১৮ জন শিক্ষার্থী ভর্তির আবেদন করেছিল।