সোশ্যাল ইসলামী ব্যাংক এর উদ্যোগে শারজাহ'র নুর আল হেলাল হোটেলের হলরুমে প্রবাসী বাংলাদেশীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোশ্যাল ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী জাফর আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের আন্তর্জাতিক বিভাগের প্রধান আকমল হোসেন। সভায় বৈধ পথে রেমিট্যান্স পাঠানো, এসআইবিএল নাউ অ্যাপের মাধ্যমে ই- অ্যাকাউন্ট খোলা, প্রবাসীদের জন্য বিনিয়োগ সুবিধা সহ নানা ব্যাংকিং সুযোগ-সুবিধা সংক্রান্ত বিভিন্ন বিষয়ে প্রবাসী বাংলাদেশীদের সাথে আলোচনা হয়।
প্রধান অতিথির বক্তব্যে জাফর আলম বলেন, প্রবাসীদের জন্য ঢাকা এয়ারপোর্ট থেকে সিটির মধ্যে যে কোন গন্তব্যে পৌঁছে দেবার জন্য আমরা দুটি গাড়ি ব্যবস্থা করেছি।