শারীরিক অবস্থা আরও অবনতী নওয়াজ শরীফের

শারীরিক অবস্থা আরও খারাপ নওয়াজ শরীফের। ক্রমশ কমছে প্লেটলেট। সাবেক পাকিস্থাওনর প্রধানমন্ত্রীর শারীরিক অবস্থা নিয়ে রীতিমত উদ্বেগে রয়েছেন চিকিৎসকেরা। চিকিৎসকেরা জানিয়েছেন, তাঁরা ওষুধের ডোজ কমাতে চাইছেন কিন্তু, নওয়াজ শরীফের যা শারীরিক পরিস্থিতি, তাতে ওষুধ কমানো সম্ভব হচ্ছে না।

শরীফের ব্যক্তিগত চিকিৎসক আদনান খান বলেন, দেরি না করে এখনই প্লেটলেট কমে যাওয়ার কারণ খুঁজে বের করতে হবে। নতুন করে প্লেটলেট এর সংখ্যা আরও কমে গিয়েছে বলেও জানান তিনি। নওয়াজ শরীফের অবস্থা এতটাই আশঙ্কাজনক যে তাঁকে হাসপাতাল থেকে ছাড়তেই ভয় পাচ্ছেন চিকিৎসকরা। প্লেটলেট কাউন্ট ৪৫০০০ থেকে ২৫০০০ এ নেমে গিয়েছে।

হাসপাতালের তরফে জানানো হয়েছে, যতক্ষণ পর্যন্ত না প্লেটলেট স্বাভাবিক ততক্ষণ পর্যবেক্ষণে রাখতে হবে তাঁকে। কিছুদিন আগেই নওয়াজের চিকিৎসক জানান, মৃত্যুর সঙ্গে লড়াই চলছে তাঁর। ট্যুইট করে তিনি লিখেছেন, নওয়াজ শরিফের অবস্থা আশঙ্কাজনক। একদিকে প্লেটলেট কাউন্ট কম, অন্যদিকে হার্ট অ্যাটাক। দুইয়ে মিলে অবস্থা ক্রমশ অবনতির দিকে যাচ্ছে বলে উল্লেখ করেন তিনি। সেইসঙ্গে কিডনি ফাংশন খারাপের দিকে যাচ্ছে। প্রেসার, সুগার দুটোই বাড়ছে বলে উল্লেখ করেছেন তিনি।

আজকের বাজার/লুৎফর রহমান