শার্শায় কোটি টাকার ৯টি জেব্রা উদ্ধার

যশোরের শার্শা উপজেলার বাগআঁচড়া থেকে প্রায় ১ কোটি টাকা মূল্যের ৯টি জেব্রা উদ্ধার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।

মঙ্গলবার দিবাগত রাতে এ জেব্রাগুলো উদ্ধার করা হয়।

জেব্রাগুলো স্থানীয় বাজার সংলগ্ন তুতু নামে এক ব্যক্তির গরুর খাটালে রাখা ছিল। বিরল এই বিদেশি প্রাণীগুলো ভারতে পাচার করা হচ্ছিল বলে পুলিশ জানিয়েছে।

উদ্ধার অভিযানে অংশ নেয়া যশোর ডিবি’র উপ-পরিদর্শক মুরাদ হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়। জেব্রাগুলো খাটালের মধ্যে ছেড়ে দেয়া ছিল। সেখানে তুর্কি এয়ারলাইন্সের স্টিকারযুক্ত ৯টি কার্টনও পাওয়া যায়। এসব কার্টনের ভেতরে তুর্কি এয়ারলাইন্সের বিমানে জেব্রাগুলো দেশে আনা হয় বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ঢাকা থেকে শার্শার বাগআঁচড়ায় জেব্রাগুলো আনা হয় সড়কপথে।

তবে ঘটনার সঙ্গে জড়িত কাউকে আটক করা যায়নি বলে জানান তিনি।

উল্লেখ্য, গত বছরের ১৩ নভেম্বর যশোরের চাঁচড়া থেকে পুলিশ বিলাসবহুল একটি জিপ থেকে ২টি সিংহ শাবক ও চারটি চিতাবাঘের শাবক উদ্ধার করে।

আজকের বাজার/একেএ