যশোরের শার্শা উপজেলার আমতলা গাতীপাড়া সড়কে বুধবার দিবাগত রাতে ট্রাক ও ট্রলির মুখোমুখি সংঘর্ষে আসাদুল (৩০) নামে এক ট্রলি চালক নিহত হয়েছেন। নিহত আসাদুল রাজবাড়ী গ্রামের বাসিন্দা।
স্থানীয়রা জানান, শার্শা থেকে ছেড়ে আসা একটি ট্রাক গাতীপাড়া সড়কে আসলে বিপরীত দিক থেকে আসার ট্রলির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ট্রলি চালক নিহত হন। শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন খান বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় ট্রাকটি জব্দ ও চালককে আটক করা হয়েছে। সূত্র:ইউএনবি
আজকের বাজার/আখনূর রহমান