যশোরের শার্শা উপজেলায় সোমবার ঢাকা থেকে ছেড়ে যাওয়া বেনাপোলগামী ট্রেনের নিচে লাফিয়ে অজ্ঞাত এক যুবক আত্মহত্যা করেছেন। বেনাপোল স্টেশন মাস্টার সাইদুজ্জামান জানান, ঢাকা থেকে বেনাপোলগামী বেনাপোল এক্সপ্রেস ট্রেনটি বেলা ১১টার দিকে বেনাপোলের শ্যামলাগাছি নামক স্থানে পৌঁছালে অজ্ঞাত এক যুবক ট্রেনের সামনে লাফিয়ে পড়ে ঘটনাস্থলে নিহত হন। তাৎক্ষণিকভাবে নিহত যুবকের পরিচয় জানা যায়নি। সুরত হালের জন্য লাশ মর্গে পাঠানো হয়েছে বলে জানান তিনি। সূত্র:ইউএনবি
আজকের বাজার/আখনূর রহমান