বিজিবি ব্যাটালিয়নের বেনাপোল আইসিপি ক্যাম্পের সদস্যরা রবিবার রাতে শার্শা সীমান্ত থেকে ৯ লাখ টাকাসহ শফিকুল ইসলাম (৪৫) নামে এক হুন্ডি ব্যবসায়ীকে আটক করেছেন। আটক শফিকুল শার্শা থানার শিকারপুর গ্রামের বাসিন্দা।
বিজিবি-৪৯ ব্যাটালিয়নের সুবেদার লাল মিয়া জানান, শার্শার জেলেপাড়া দিয়ে হুন্ডির টাকা পাচার হয়ে যশোরে যাচ্ছে- গোয়েন্দা সূত্রে এমন খবর পাওয়ার পর বিজিবি সদস্যরা অভিযান চালিয়ে ৯ লাখ টাকাসহ শফিকুলকে আটক করেন। টাকাগুলো শফিকুলের শরীরের বিভিন্ন স্থানে লুকানো ছিল বলে জানিয়েছে বিজিবি। তার বিরুদ্ধে মামলা দায়েরের পর তাকে শার্শা থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে। সূত্র-ইউএনবি
আজকের বাজার/আখনূর রহমান