মৌলভীবাজার সদর উপজেলার চাঁনীঘাট ইউনিয়নের মাথারকাপন গ্রামের রাজ্জাক মিয়ার স্ত্রী রোকেয়া বেগম (৫৫) নিজের মেয়ে জামইয়ের হাতে খুন হয়েছেন।
শনিবার (১৯ মে) রাতে শ্যামলী আবাসিক এলাকায় তার নিজ বাসায় এ ঘটনা ঘটে।
নিহতের ছেলে হোসেন আহমদ গণমাধ্যমকে জানান, অনেক দিন ধরেই তার বোন নারগিস আক্তার ও বোনের জামাই আলী হোসেনের সঙ্গে শ্যামলী এলাকায় বাসা ভাড়া করে থাকতেন। পূর্ব বিরোধের জেরে গত রাতে আলী হোসেন তার মা রোকেয়াকে দা ও শাবল দিয়ে কুপিয়ে হত্যা করে। পরে পরিবারের সদস্যরা আহত রোকেয়াকে নিয়ে মৌলভীবাজার সদর হাসপাতালে গেলে কর্তব্যরত চিকিৎসক জানান অনেক আগেই তিনি মারা গেছেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে মৌলভীবাজার মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা হারুন উর রশি।
তিনি বলেনস, মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এঘটনায় একটি হত্যা মামলার প্রস্তুতি চলছে।
রাসেল/