সহকারি রেফারির সঙ্গে দুর্ব্যবহার করে নির্বাসিত হলেন ফিওরেন্তিনার অভিজ্ঞ উইঙ্গার ফ্র্যাঙ্ক রিবেরি। ফলে সিরি-এ’র পরবর্তী তিনটি ম্যাচে মাঠে নামতে পারবেন না ফরাসি তারকা।
রবিবার লাজিওর কাছে ১-২ গোলে হারের পর সাইডলাইনে সহকারী রেফারিকে ধাকা দেন রিবেরি। একবার নয়, তিনি দু-দুবার এমন আপত্তিজনক ব্যবহার করেন সরকারি রেফারির সঙ্গে। পরে সোশ্যাল মিডিয়ায় ক্ষমা চেয়ে নিলেও, শাস্তি এড়াতে পারেননি রিবেরি। ঘটনার সঙ্গে সঙ্গেই রিবেরিকে লাল কার্ড দেখানো হয়।
পরে টুর্নামেন্টের শৃঙ্খলা রক্ষা কমিটি ফিওরেন্তিনার ফরাসি তারকাকে তিন ম্যাচের জন্য নির্বাসিত করার সিদ্ধান্ত নেয়। সেই সঙ্গে ২৯ হাজার ইউরো জরিমানাও করা হয়েছে রিবেরিকে। টুর্নামেন্ট কমিটির তরফে ঘটনাটিকে অত্যন্ত অসম্মানজনক ব্যবহার বলে বর্ণনা করা হয়েছে।
আজকের বাজার/লুৎফর রহমান