শাস্তি পাচ্ছে মেসি

ব্রাজিলে অনুষ্ঠিত কোপা আমেরিকার তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে চিলির গ্যারি মেডেলের সঙ্গে ধাক্কাধাক্কির জেরে লাল কার্ড পান আর্জেন্টিনার তারকা অধিনায়ক লিওনেল মেসি। এ ঘটনার পরই আয়োজক ব্রাজিল এবং ম্যাচ রেফারিদের ‘দুর্নীতিপরায়ণ’ হিসেবে অভিযুক্ত করেন মেসি। সেই সাথে দক্ষিণ আমেরিকার ফুটবল কর্তৃপক্ষের (কনমেবল) তীব্র সমালোচনাও করেন তিনি।

তাই গুঞ্জন ছিল, দুই বছরের জন্যও নিষিদ্ধ হতে পারেন মেসি। তবে শেষ পর্যন্ত এতটা কঠোর হয়নি কনমেবল। শাস্তি হিসেবে মাত্র ১৫০০ ডলার জরিমানা ও এক ম্যাচের নিষেধাজ্ঞা পেয়েছেন পাঁচবারের বর্ষসেরা এই ফুটবলার।

মাত্র এক ম্যাচ ও ১৫০০ ডলার (১ লাখ ২৭ হাজার টাকা) জরিমানা দিয়েই পার পেয়ে গেলেন এই ফুটবল জাদুকর। কনমেবলের নীতিমালা অনুযায়ী, সংস্থা বা সংস্থার কোনো কর্মকর্তাকে নিয়ে সম্মানহানিকর কোনো মন্তব্য করলে তাতে সর্বোচ্চ শাস্তি দুই বছরের নিষেধাজ্ঞা। মেসির এমন বিষ্ফোরক মন্তব্যের কারণে কঠিন শাস্তি হতে পারতো। তাতে এক ম্যাচ নিষেধাজ্ঞা ও অর্থ জারিমানায় পার পেয়েছেন বার্সা তারকা। এতে করে ২০২২ কাতার বিশ্বকাপের বাছাই পর্বের প্রথম ম্যাচে অংশ নিতে পারবেন না আর্জেন্টাইন এই তারকা।

মেসি দাবি করেন, এই আসরে ব্রাজিলকে চ্যাম্পিয়ন করার জন্য সবকিছুই পরিকল্পনা করা আছে। সেমির পর কনমেবলের সমালোচনা করেছিলেন বলে পরের ম্যাচে তাকে লাল কার্ড দেখানো হয়েছে, এমনটিও দাবি করেছিলেন বার্সা তারকা। কোপায় তৃতীয় হওয়ার পদকও নেননি তিনি।

আজকের বাজার/এমএইচ