হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় তলার আগুন নিয়ন্ত্রণে এসেছে।
শুক্রবার ১১ আগস্ট বেলা দেড়টার দিকে বিমানবন্দরের মূল ভবনের তৃতীয় তলায় এয়ার ইন্ডিয়ার কার্যালয়ে অগ্নিকাণ্ডের পর ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট প্রায় দু্ই ঘণ্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনেন।
আগুনের এ ঘটনায় বিমানবন্দরের বহির্গমনের কার্যক্রম বন্ধ রয়েছে। এখনো কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। আগুন নিয়ন্ত্রণে আসার পর ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে তল্লাশির কাজ করছেন।
বিমানবন্দরের আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) পুলিশ সুপার তারিক আহমেদ প্রথম আলোকে বলেন, আগুনের ফলে প্রচুর ধোঁয়া ছড়িয়ে পড়েছিল। এর পরপরই বহির্গমনের কার্যক্রম বন্ধ রয়েছে। মূল টার্মিনাল ভবন থেকে লোকজনকে সরিয়ে দেওয়া হয়েছে। তবে অগ্নিকােণ্ডর কারণ এখনো জানা যায়নি।
আজকের বাজার: আরআর/ ১১ আগস্ট ২০১৭