হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তিন হাজার ইয়াবাসহ জসীম উদ্দীন নামের এক যাত্রীকে আটক করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতর।
রোববার (৭ অক্টোবর) সন্ধ্যায় বিমানবন্দরের ডোমেস্টিক আগমনী এলাকায় অভিযান চালিয়ে ওই যাত্রীকে আটক করা হয়।
শুল্ক গোয়েন্দা বিভাগ জানিয়েছে, চট্টগ্রাম থেকে ঢাকায় আসা ভিকিউ-৯১২ নামের ফ্লাইট থেকে জসিমকে আটক করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে ডোমেস্টিক আগমনী এলাকায় বিশেষ নজরদারি রাখা হয়েছিল। তবে আটকের পর ইয়াবা বহনের বিষয়টি অস্বীকার করেন জসীম। পরবর্তীতে তার দেহ তল্লাশি করা হয়। এতে ৬০টি ছোট প্যাকেটে তিন হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। যার বাজারমূল্য প্রায় ২৭ লাখ টাকা।
আটককৃত পণ্যের বিষয়ে শুল্ক আইন ১৯৬৯ ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ১৯৯০ অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছে শুল্ক গোয়েন্দা বিভাগ।