ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের একটি টয়লেট থেকে সোমবার চারটি সোনার বার উদ্ধার করেছে কাস্টমস কর্মকর্তারা।
উদ্ধার হওয়ার সোনার ওজন ৪ কেজি বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
ঢাকা কাস্টম হাউজের উপকমিশনার অথিলো চৌধুরী জানান, গোপন সংবাদের ভিত্তিতে কাস্টম বিভাগের একটি টিম রাত ১টায় বিমানবন্দরের ৮নং বোর্ডারের একটি টয়লেটে অনুসন্ধান চালায়। সেখান থেকে চারটি সোনার বার উদ্ধার করা হয়। যার প্রত্যেকটির ওজন এক কেজি করে।