হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিপুল পরিমান বৈদেশিক মুদ্রাসহ এক যাত্রীকে আটক করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর কর্তৃপক্ষ। এর মধ্যে বিপুল পরিমান সৌদি রিয়াল, দুবাই দিরহাম ও ওমানের মুদ্রা রয়েছে।
গ্রেফতারকৃত যাত্রী নুরুল আলম (৪৫) সিরাজগঞ্জ জেলার বেলকুচি থানার সামসুল হকের পুত্র। সে বৈদেশিক মুদ্রা পাচারকারী সংঘবদ্ধ চক্রের সদস্য বলে জানা গেছে।
আজ বুধবার সকালে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের উপ- পরিচালক (ডিসি) সানজিদা শারমিন বিপুল পরিমান বৈদেশিক মূদ্রা আটকের বিষয়টি বাসসকে নিশ্চিত করেছেন।
বিমানবন্দর ও কাস্টমস গোয়েন্দা সূত্রে জানা যায়, মঙ্গলবার সন্ধায় গোপন সংবাদের ভিত্তিতে বিমানবন্দরের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে অবস্থান নেয় কর্মকর্তারা। এক পর্যায়ে বি-শিফটের কর্মকর্তারা দুবাইগামী ফ্লাইটে বৈদেশিক মুদ্রা পাচারের উদ্দেশ্যে কানেকটিং ফ্লাইটের যাত্রী মো. নুরুল আলমের চলাচল ও গতিবিধি পর্যবেক্ষণ করতে থাকে এবং তার পিছু নেয়। সে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স (বিজি-১৪৭) নম্বর উড়োজাহাজে করে ঢাকা থেকে চট্টগ্রাম যাচিছল। অভ্যন্তরীন টার্মিনাল ১ নং বোর্ডিং ব্রিজ এলাকা থেকে তার গতিবিধি লক্ষ্য করে তাকে আটক করা হয়। পরে তার সাথে থাকা একটি কালো রংয়ের ব্যাগ তল্লাশী করে ৫৮ লাখ ৯৪ হাজার ৭৫০ টাকার মুদ্রা পাওয়া যায়, যার মধ্যে বিপুল পরিমান সৌদি রিয়াল, দুবাই দিরহাম ও ওমানের মুদ্রা রয়েছে। নুরুল আলমকে আটক করা হয়।
এদিকে, কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের সহকারী রাজস্ব কর্মকর্তা যোবায়ের খান বাসসকে জানান, বিপুল পরিমান বৈদেশিক মুদ্রা ঢাকা থেকে চট্রগ্রাম হয়ে দুবাই পাচার হওয়ার কথা ছিল। এর আগেই এটি আটক করা হয়েছে।