শাহজালালে বিপুল পরিমাণ আমদানি নিষিদ্ধ ওষুধ আটক

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে মিসর থেকে আসা এক যাত্রীর কাছ থেকে ২০ হাজার ৫০০পিস আমদানি নিষিদ্ধ মূল্যবান ওষুধ (ট্যাবলেট ও ইনজেকশন) আটক করেছে ঢাকা কাস্টমস হাউস।

১৫ সেপ্টেম্বর শুক্রবার রাতে এসব উদ্ধার করা হয়। ঢাকা কাস্টমস হাউসের সহকারি কমিশনার সাইদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

সাইদুল ইসলাম জানান, এমিরেটস এয়ারলাইন্সের ইকে৫৮৪ এক যাত্রীর (মিসর-দুবাই-ঢাকা) কাছ থেকে বিভিন্ন প্রকার আমদানি নিষিদ্ধ ওষুধ আটক করেছে ঢাকা কাস্টমস হাউসের প্রিভেনটিভ টীম।

তিনি জানান, গোপন সংবাদ থাকায় ওই ফ্লাইট এর সন্দেহজনক যাত্রী সোহেল রানার উপর নজরদারী রাখা হয়। বিমান বন্দরের গ্রীন চ্যানেল অতিক্রম এরপর তার ব্যাগেজ স্ক্যান করা হয় এবং ব্যাগ থেকে ২০ হাজার ৫০০পিস বিভিন্ন প্রকার আমদানি নিষিদ্ধ মূল্যবান ওষুধ (ট্যাবলেট ও ইনজেকশন) উদ্ধার করা হয়। এসব ওষুধে আনুমানিক বাজার মূল্য ৭ লাখ টাকা।

আমদানি নীতি অনুযায়ী, রোগীর ব্যবস্থাপত্র ছাড়া বা ওষুধ প্রশাসনের অনুমতি ছাড়া কোনো ওষুধ বাংলাদেশে আমদানি করা যাবে না। এ বিষয়ে শুল্ক আইন ১৯৬৯ অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানান তিনি।

আজকের বাজার : এলকে/এলকে ১৬ সেপ্টেম্বর ২০১৭