থাই এয়াওয়েজের একটি উড়োজাহাজ (টিজি-৩২১) অবতরণের সময় চাকা ফেটে যাওয়ার ঘটনার পর রাজধানীর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইট ওঠা-নামা প্রায় দুই ঘণ্টা বন্ধ ছিল।
মঙ্গলবার (২৪ জুলাই) দুপুর ১২টা ৪০ মিনিটে থাই এয়ারওয়েজের উড়োজাহাজটির (টিজি-৩২১) দুর্ঘটনার পর ফ্লাইট ওঠানামা সাময়িক বন্ধ ঘোষণা করে কর্তৃপক্ষ। রানওয়েতে দুর্ঘটনা কবলিত উড়োজাহাজটির বিভিন্ন যন্ত্রাংশ ছড়িয়ে ছিটিয়ে থাকায় উড়োজাহাজ ওঠানামা বন্ধ হয়ে যায়। প্রায় দুই ঘণ্টা পর সচল হয় রানওয়ে।
শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন আব্দুল্লাহ আল ফারুক এ তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে সিভিল এভিয়েশন চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল নাঈম হাসান , থাই এয়াওয়েজের একটি উড়োজাহাজটি অবতরণের সময় ডান দিকের একটি চাকা ফেঁটে যায়। তবে উড়োজাহাজটি নিরাপদে অবতরণ করতে সক্ষম হয় এবং এর যাত্রী ও ক্রুরা অক্ষত আছেন।
টিজি-৩২১ উড়োজাহাজটি ব্যাংকক থেকে ঢাকা আসে। মঙ্গলবার দুপুর ১২টা ১০ মিনিটে এটির শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের কথা ছিল। কিন্তু উড়োজাহাজটি ১২টা ১৮ মিনিটে অবতরণ করে।
আজকের বাজার/এমএইচ