হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের সময় থাই এয়ারওয়েজের একটি উড়োজাহাজের চাকা ফেটে গেছে। ফলে সব ধরনের বিমান ওঠানামা বন্ধ রয়েছে।
মঙ্গলবার (২৪ জুলাই) দুপুর ১২টা ১৮ মিনিটে শাহজালালের রানওয়েতে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) সিনিয়র সহকারী পুলিশ সুপার তারিক আহমেদ।
তিনি জানান, চাকা ফেটে যাওয়ার ঘটনার পর থেকেই বিমানবন্দরে সব ধরনের বিমান ওঠানামা বন্ধ রয়েছে। তবে দুর্ঘটনাকবলিত বিমানের যাত্রী, পাইলট ও ক্রুরা অক্ষত আছেন।
ঘটনার বিবরণ দিয়ে তিনি জানান, থাই এয়ারওয়েজ (টিজি ৩২১) বিমানটি ব্যাংকক থেকে রওনা হয়। মঙ্গলবার দুপুর সোয়া ১২টার দিকে এটি অবতরণ করে।
‘অবতরণের সময় রানওয়েতে পানি জমে থাকায় বিমানটি রানওয়ের একটু পাশে অবতরণের চেষ্টা করে। ফলে এর একটি চাকা ফেটে যায়।’
মিনহাজ উদ্দিন চৌধুরী নামের একজন জানিয়েছেন, থাই এয়ারওয়েজ এর একটি বিমানের চাকা ফেটে যাওয়ায় এক ঘন্টা ধরে বিমান উঠা নামা বন্ধ রয়েছে। আরও এক থেকে দেড় ঘন্টা লাগবে রানওয়ে বিমান উঠানামার উপযোগী হতে।
বিমানের দুই যাত্রী জানিয়েছেন, বিমানটি ল্যান্ড করার জন্য দুই দুইবার চেষ্টা করেছিল। এসময় যাত্রীদের মধ্যে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে। তারা দোয়া পড়তে শুরু করেন। বিমানটির চাকা ফেটে যাওয়ার শব্দ ছিল বিকট।
শেষ খবর পাওয়া পর্যন্ত রানওয়েতে বিমানবন্দরের সংশ্লিষ্ট কর্মকর্তারা কাজ করছেন বলে জানা গেছে।
আজকের বাজার/এমএইচ