শাহজালালে বিমান থেকে সাড়ে ৯ কেজি স্বর্ণ উদ্ধার

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ৯ কেজি ৩২০ গ্রাম সোনা স্বর্ণ উদ্ধার করেছে শুল্ক গোয়েন্দা।

সোমবার (৬আগস্ট) সকাল আনুমানিক ৭ টার দিকে কাতার থেকে আসা আরকিউ-৬৪০ ফ্লাইট থেকে মালিকবিহীন অবস্থায় ৮০ টি স্বর্ণের বার আটক করা হয়।

আটককৃত স্বর্ণের ওজন ৯ কেজি ৩২০ গ্রাম বলে জানা যায়। যার বর্তমান বাজার মূল্য প্রায় চার কোটি ছিষট্টি লাখ টাকা হবে বলে অনুমান করা হয়।

শুল্ক গোয়েন্দা সূত্রে জানা যায়, গোপন সংবাদের মাধ্যমে শুল্ক গোয়েন্দা দল জানতে পারে ওই ফ্লাইট থেকে স্বর্ণ চোরাচালান হবে এবং তা ক্লিনারের মাধ্যমে বিমান বন্দর থেকে বের করা হবে। বিমান পরিস্কার করে নেমে যাবার পর ক্লিনারদের শরীর ,জুতা ইত্যাদি চেক করেও কোনো স্বর্ণ না পেয়ে বিমান রামেজিং করে ১৮এফ শীটের নিচে বিশেষ কায়দায় ৪টি প্যাকেটে কালো টেপ দিয়ে পেচানো পরিত্যাক্ত অবস্থায় উদ্ধার করা হয় ।

পরে প্যকেটগুলো ব্যাগেজ কাউন্টারে এনে প্যাকেটগুলো খুলে ৯ কেজি ৩২০ গ্রাম স্বর্ণবার পাওয়া যায়। আটককৃত স্বর্ণের বিষয়ে শুল্ক আইনে ব্যবস্থা নেওয়া হয়েছে।

আজকের বাজার/এমএইচ