শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে থাই এয়ারলাইনসের টিজি৩৩৯ ফ্লাইটে আরশাদ আয়াজ আহমেদ (৪৬) নামে ভারতীয় এক যাত্রীর কাছ থেকে ২২টি স্বর্ণের বার উদ্ধার করা হয়েছে।
বুধবার (৮ আগস্ট) দিবাগত রাত ১টার দিকে ব্যাংকক থেকে থাই এয়ারলাইনসের টিজি৩৩৯ ফ্লাইট থেকে বিমানবন্দরে নামার পর ওই যাত্রীকে আটক করে স্বর্ণের বারগুলো উদ্ধার করা হয়।
ঢাকা কাস্টমস হাউসের উপপরিচালক অথেলো চৌধুরী জানান, উদ্ধারকৃত স্বর্ণের ওজন ১২ কেজি ৩০০ গ্রাম। এর বাজারমূল্য ৬ কোটি ১৫ লাখ টাকা।
তিনি বলেন, গোপন খবরের ভিত্তিতে টিজি৩৩৯ ফ্লাইটটি বিমানবন্দরে অবতরণ করার পর আরশাদ আয়াজ আহমেদকে আটক করা হয়। পরে তাকে শুল্ককর আরোপযোগ্য পণ্যের ব্যাপারে জিজ্ঞাসাবাদ করা হয়। তিনি তা অস্বীকার করেন।
পরে তার দেহ তল্লাশি করে কোমরে সাদা স্কচটেপে মোড়ানো অবস্থায় ২২টি স্বর্ণের বার পাওয়া যায়।
আজকের বাজার/একেএ