রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বুধবার রাতে ৬ কেজি ৬০০ গ্রাম স্বর্ণসহ এক যাত্রীকে আটক করেছেন কাস্টমস কর্মকর্তারা।
বিমানবন্দর সূত্র জানায়, মোহাম্মদ মোরশেদ হোসেন নামের ওই যাত্রী রাত ৩টার দিকে কাতার এয়ারওয়েজের ফ্লাইটে করে ঢাকায় অবতরণ করেন।
সহকারী কমিশনার (কাস্টমস) সাজ্জাদ হোসেন জানান, গ্রিন চ্যানেল ত্যাগ করার সময় মোরশেদের আচরণ সন্দেহজনক মনে হলে কাস্টমস কর্মকর্তারা তাকে আটক করেন। পরে তার সাথে থাকা শপিং ব্যাগে স্বর্ণের অলংকারগুলো পাওয়া যায়।
আইনি ব্যবস্থা নেয়ার জন্য মোরশেদকে বিমানবন্দর থানায় হস্তান্তর করা হয়েছে।
আজকের বাজার/এমএইচ