শাহজালালে সোয়া ১২ কেজি স্বর্ণসহ আটক ১

রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সোয়া ১২ কেজি স্বর্ণসহ এক ভারতীয় নাগরিককে আটক করেছে ঢাকা কাস্টমস হাউজ। উদ্ধারকৃত স্বর্ণের মূল্য প্রায় ছয় কোটি ১৫ লাখ টাকা।

গোপন সংবাদের ভিত্তিতে সোমবার দিবাগত রাত ১টায় ব্যাংকক হতে আগত থাই এয়ারলাইন্সের টিজি-৩৩৯ ফ্লাইট থেকে তাকে আটক করা হয়।

আটককৃত আরশাদ আয়াজ আহমেদ (৪৬) পশ্চিমবঙ্গের কলকাতার বাসিন্দা।

ঢাকা কাস্টমস হাউজের ডেপুটি কমিশনার (ডিসি) অথেলো চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

তিনি জানান, আটক ওই যাত্রীকে থানায় সোপর্দ করা হয়েছে এবং একই সাথে দি কাস্টমস অ্যাক্ট, ১৯৬৯ ও স্পেশাল পাওয়ার অ্যাক্ট, ১৯৭৪ অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

আজকের বাজার/এমএইচ