শাহজালালে ২২ লাখ টাকার স্বর্ণসহ আটক এক

রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে স্বর্ণসহ শারজাহ থেকে আগত এক যাত্রীকে আটক করেছে শুল্ক গোয়েন্দা।

আটক আল আমিন শেখ শারজাহ থেকে এয়ার এরাবিয়া এয়ারলাইন্স এর ফ্লাইটে (G9 0517) রোববার সকাল ১০টায় ঢাকায় অবতরণ করেন।

তার শরীর তল্লাশি করে দুটি স্বর্ণবার, দুটি শিকল আকৃতির কাচা সোনা ও অলঙ্কারসহ মোট ৪৩৭ গ্রাম স্বর্ণালঙ্কার আটক করা হয় বলে জানিয়েছেন শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের মহাপরিচালক ড. মো. শহিদুল ইসলাম।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে আল আমিন গ্রিন চ্যানেল অতিক্রম করে বাইরে বের হওয়ার সময় শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের চৌকষ দল তাকে আটক করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি স্বর্ণ বহনের বিষয়টি অস্বীকার করেন। পরে তাকে কাস্টমস আগমনী হলের ব্যাগেজ কাউন্টারে এনে বিমানবন্দরে কর্মরত বিভিন্ন সংস্থার উপস্থিতিতে তার দেহ তল্লাশি করে ৪৩৭ গ্রাম স্বর্ণালংকার উদ্ধার করা হয়।

মহাপরিচালক ড. মো. শহিদুল ইসলাম আরো জানান, আটককৃত স্বর্ণের মূল্য প্রায় ২২ লাখ টাকা। স্বর্ণগুলো ঢাকা কাস্টমস হাউসের মূল্যবান গুদামে জমা দেয়া হয়েছে। আটক আল আমিনকে বিমানবন্দর থানায় সোপর্দ পূর্বক নিয়মিত মামলা দায়ের করা হয়েছে বলে জানান তিনি।

আজকের বাজার/এমএইচ