হযরত শাহজালাল (র.) আন্তর্জাতিক বিমানবন্দরে বিশেষভাবে লুকায়িত অবস্থায় ৪০ পিস স্বর্ণবারসহ দুইজন মহিলাকে আটক করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতর। শনিবার সকালে এ ঘটনা ঘটে।
শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের মহাপরিচালক (ডিজি) ড. মঈনুল খান জানান, স্বর্ণগুলো যাত্রীদের শরীরে বিশেষ স্থানে বিশেষভাবে লুকানো ছিল।
আটক যাত্রীরা মাস্কাট থেকে আগত ফ্লাইটে চট্টগ্রাম হয়ে ঢাকায় আসছিলেন। তিনি আরও জানান, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার,২৯ এপ্রিল সকাল ৯টায় শনাক্ত করে তাদের শরীর তল্লাশি করে শুল্ক গোয়েন্দারা। স্বর্ণগুলো তাদের শরীরের বিশেষ স্থান থেকে উদ্ধার করা হয়।
আজকের বাজার:এলকে/এলকে/২৯এপ্রিল,২০১৭