হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অগ্নিকাণ্ড ঘটেছে। সোমবার সকালে পার্কিং-২ এর পাশে বাতিল করা মালামালের স্টোর রুমে আগুন লাগে। তবে ফায়ার সার্ভিসের ২টি ইউনিট দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনে।
ফায়ার সার্ভিস সদর দপ্তর কন্ট্রোল রুম থেকে জানানো হয়, দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় কেউ হতাহত হয়নি। আগুন লাগার কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
সংশ্লিষ্টরা জানিয়েছেন, সাধারণত এই স্টোর রুমে বিভিন্ন ধরনের বাতিল মালামাল থাকে। সব সময় পরিপূর্ণ থাকে স্টোরটি। আর আগুন দ্রুত না নেভাতে পারলে তা বিভিন্ন জায়গায় ছড়িয়ে যেত।