হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ৪০টি স্বর্ণের বারসহ দুই নারীকে আটক করেছে বিমান বন্দর শুল্ক গোয়েন্দা ইউনিট । তারা হলেন, জেসমিন ও নাসিমা
(৫ জুলাই) বুধবার সকালে মাস্কাট থেকে আগত রিজেন্ট এয়ারলাইন্সের একটি ফ্লাইট চট্টগ্রাম হয়ে শাহজালালে অবতরণ করে। জেসমিন ও নাসিমা ওই ফ্লাইটে করে ঢাকা আসেন। তারপর সন্দেহ হলে শুল্ক গোয়েন্দারা তল্লাশি চালিয়ে সোনা পাওয়ায় তাদের আটক করে।
শুল্ক গোয়েন্দা বিভাগের ডিজি ড. মইনুল খান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, তাদের শরীরে তল্লাশি চালিয়ে সোনার বারগুলো উদ্ধার করা হয়। এই স্বর্ণ তাদের শরীরের মধ্যে লুকানো ছিল।
নাসিমার বাড়ি কক্সবাজারের চকোরিয়া ও জেসমিনের বাড়ি চট্টগ্রামের সাতকানিয়ায় বলে জানা যায়।
আজকের বাজারঃ সালি/৫ জুলাই ২০১৭