শাহজালাল বিমানবন্দর সম্প্রসারণে চুক্তি

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনাল ভবনসহ অন্যান্য অবকাঠামো নির্মাণে ৪ প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি সই করেছে সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ। ১১ জুন রোববার সিভিল এভিয়েশন কর্তৃপক্ষের (ক্যাব) সদর দপ্তরে এ চুক্তি সই হয়। চুক্তিতে সিভিল এভিয়েশন কর্তৃপক্ষের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল এহসানুল গণি চৌধুরী এবং পরামর্শক প্রতিষ্ঠানগুলোর পক্ষে তাদের প্রতিনিধিরা সই করেন।

জাপানের ইন্টারন্যাশনাল কনসাল্টিং অপারেশন নিপ্পন কোই লিমিটেডের পক্ষে ছিলেন কোম্পানির ভারপ্রাপ্ত ভাইস চেয়ারম্যান হারুহিকো কানাই; জাপানের ওরিয়েন্টাল কনসালটেন্টস গ্লোবাল লিমিটেডের ভাইস চেয়ারম্যান জান ইয়ামাউচি; সিঙ্গাপুরের সিপিজিকনসালটেন্টস লিমিটেডের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট রোহানী বিনতে বাহরিন।

এছাড়া বাংলাদেশের ডেভেলপমেন্ট ডিজাইন কনসালটেন্ট লি. এর একেএমরফিকুদ্দিন চুক্তিতে সই করেন। এ প্রকল্পে অর্থায়ন করবে জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি (জাইকা)। আগামী বছরের এপ্রিলে এ কাজ শুরু হবে।

প্রকল্পের সম্ভাব্য ব্যয় ধরা হয়েছে ১৩ হাজার ৬১০ কোটি ৪৬ লাখ ৮৫ হাজার টাকা। ২০১৯ এর ডিসেম্বরে প্রকল্পের সফট ওপেনিং এবং ২০২১ সালের এপ্রিলে এর নির্মাণ কাজ শেষ হবে।

এসময় উপস্থিত বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন বলেন, সময়ের পরিবর্তিত চাহিদানুসারে বিমান বন্দরের সম্প্রসারণ প্রকল্প হাতে নেয়া হয়েছে। হযরত শাহজালাল বিমাবন্দরের যাত্রী হ্যান্ডলিং ক্যাপাসিটি বছরে ৮ মিলিয়ন এবং কার্গো হ্যান্ডলিং ক্যাপাসিটি ২ লাখ টন। নতুন প্রকল্পটি শেষ হলে যাত্রী পরিবহন ক্ষমতা ২০ মিলিয়ন এবং কার্গো হ্যান্ডলিং ক্যাপাসিটি বছরে ৫ লাখ টনে উন্নীত হবে।

আজকের বাজার:এলকে/এলকে/ ১১ জুন ২০১৭