রাজধানীর শাহবাগে অটোরিকশার ধাক্কায় এক পুলিশ সদস্য গুরুতর আহত হয়েছেন।
সোমবার (১১ জুন) বেলা সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে।
আহত ওই পুলিশ সদস্যের নাম আশরাফুল ইসলাম। আশরাফ শাহবাগ থানার কনস্টেবল।
তার বাম গাল থেঁতলে গেছে। অজ্ঞান অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শাহবাগ থানার ইন্সপেক্টর (তদন্ত) জাফর আলী বিশ্বাস জানান, আহত আশরাফ শাহবাগ থানার কনস্টেবল। তিনি পুলিশের গাড়ির চালক। থানা থেকে হেঁটে বের হয়ে রাস্তা পার হবার সময় একটি দ্রুতগামী সিএনজিচালিত অটোরিকশা ধাক্কা দিলে আহত হয়ে জ্ঞান হারান আশরাফ।
পরে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করা হয়। ওই ঘটনায় অটোরিকশাসহ জড়িত চালককে আটক করা হয়েছে।
আজকের বাজার/একেএ