ভোলার বোরহানউদ্দিন উপজেলার শাহবাজপুরে একটি গ্যাস অনুসন্ধান কূপে নতুন করে আরও ৭০০ মিলিয়ন ঘনফুট গ্যাসের সন্ধান পেয়েছে বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি লিমিটেড (বাপেক্স)।
এ নিয়ে ওই গ্যাসক্ষেত্রে পাওয়া মোট গ্যাসের সাম্ভব্য পরিমাণ দাঁড়াল ১ লাখ কোটি ঘনফুটে।
সোমবার ২৩ অক্টোবর মন্ত্রিসভার নিয়মিত বৈঠক শেষে সাংবাদিকদের এই তথ্য জানান মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম।
শফিউল আলম বলেন, ভোলার শাহবাজপুরে আগের গ্যাসক্ষেত্রটির পাশেই এ গ্যাসক্ষেত্রের সন্ধান পাওয়া গেছে। আগের কূপ ও নতুনটি মিলিয়ে প্রায় এক ট্রিলিয়ন ঘনফুট গ্যাসের সংস্থান সেখানে আছে বলে ধারণা করা হচ্ছে। এটি দেশের জন্য একটি সুসংবাদ।
তবে এ বিষয়ে বিস্তারিত জানতে আরও সপ্তাহ খানেক সময় লাগবে বলে জানান মন্ত্রিপরিষদ সচিব।
আজকের বাজার:এলকে/ আরআর/ ২৩ অক্টোবর ২০১৭