শাহবাজপুরে আরও ৭০০ মিলিয়ন ঘনফুট গ্যাসের সন্ধান

ভোলার বোরহানউদ্দিন উপজেলার শাহবাজপুরে একটি গ্যাস অনুসন্ধান কূপে নতুন করে আরও ৭০০ মিলিয়ন ঘনফুট গ্যাসের সন্ধান পেয়েছে বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি লিমিটেড (বাপেক্স)।

এ নিয়ে ওই গ্যাসক্ষেত্রে পাওয়া মোট গ্যাসের সাম্ভব্য পরিমাণ দাঁড়াল ১ লাখ কোটি ঘনফুটে।

সোমবার ২৩ অক্টোবর মন্ত্রিসভার নিয়মিত বৈঠক শেষে সাংবাদিকদের এই তথ্য জানান মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম।

শফিউল আলম বলেন, ভোলার শাহবাজপুরে আগের গ্যাসক্ষেত্রটির পাশেই এ গ্যাসক্ষেত্রের সন্ধান পাওয়া গেছে। আগের কূপ ও নতুনটি মিলিয়ে প্রায় এক ট্রিলিয়ন ঘনফুট গ্যাসের সংস্থান সেখানে আছে বলে ধারণা করা হচ্ছে। এটি দেশের জন্য একটি সুসংবাদ।

তবে এ বিষয়ে বিস্তারিত জানতে আরও সপ্তাহ খানেক সময় লাগবে বলে জানান মন্ত্রিপরিষদ সচিব।

আজকের বাজার:এলকে/ আরআর/ ২৩ অক্টোবর ২০১৭