মঙ্গলবার ২ জানুয়ারি এক টুইটে শাহ রুখ জানান বর্তমানে তার টুইটার অনুসারির সংখ্যা তিন কোটির ওপরে। ওই টুইটে তিনি বলেন, নতুন বছরে সবার জন্য শুভ কামনা। সবাই সুখে থাকুন আর ৩২ মিলিয়নের জন্য আপনাদের ধন্যবাদ। হিন্দিতে লেখায়, অনেকটা কবির মতো হয়ে গেলাম।
৫২ বছর বয়সী বলিউড বাদশাহর টুইটার অ্যাকাউন্টে বর্তমান ফলোয়ার সংখ্যা ৩ কোটি ২২ কোটি বলে আইএএনএস-এর প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। টুইটার ফলোয়ার সংখ্যার দিক থেকে বলিউডে তার ঠিক সামনে অবস্থান করছেন বিগ বি খ্যাত ৭৪ বছর বয়সী তারকা অমিতাভ বচ্চন। অমিতাভ-এর অনুসারি সংখ্যা ৩ কোটি ২৪ লাখ।
বলিউডের খানদের মধ্যে সবচেয়ে বেশি টুইটার ফলোয়ার সংখ্যার মুকুটও শাহ রুখের দখলে। তার পেছনে থাকা সালমান খান আর আমির খানের ক্ষেত্রে সংখ্যাটা যথাক্রমে ২ কোটি ৯৯ লাখ ও ২ কোটি ২৬ লাখ।
আজকের বাজার: ওএফ/ ৩ জানুয়ারি ২০১৮