বলিউড কিং শাহরুখ খানের নায়িকা মানেই প্রতিষ্ঠা পেয়ে যাওয়া। শাহরুখের সাথে সিনেমা করে প্রতিষ্ঠা লাভ করেছে এমন নায়িকাদের নামের তালিকাটা বেশ দীর্ঘ।
তাইতো বলিউড খ্যাত কিং খানের নতুন ছবির ঘোষণা আসলেই শুরু হয়ে যায় কে হবেন শাহরুখের নায়িকা?
‘স্যালুট’ নামের নতুন একটি ছবিতে চুক্তিবদ্ধ হওয়ার কথা চলছে শাহরুখ খানের। ছবিটি ভারতের প্রথম মহাকাশচারী রাকেশ শর্মার জীবনবৃত্তান্ত অবলম্বনে নির্মিত হবে।
জানা যায়, ‘স্যালুট’চলচ্চিত্রে শাহরুখ খান অভিনয় করবেন। ব্যাপারটি নিশ্চিত করেছেন ছবির পরিচালক মহেশ মাথাই।
শাহরুখ খানের বিপরীতে কে হচ্ছেন এ চলচ্চিত্রের নায়িকা? এ সম্পর্কে পরিচালক মহেশ মাথাই বলেছেন, ‘শাহরুখ খানের বিপরীতে দীপিকা পাডুকোন অথবা ঐশ্বরিয়া রাই বচ্চন থাকতে পারেন। তবে, কে হবেন সেই প্রত্যাশিত নায়িকা তা পরে জানানো হবে।’
মহেশ মাথাই আরও জানান, ‘স্যালুট’চলচ্চিত্রের কাজ চলতি বছরের শেষের দিকে শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে।
বছর জুড়েই শাহরুখ খান কর্মব্যস্ত সময় কাটান। নতুন চলচ্চিত্রের পরিকল্পনা, শুটিং, বিভিন্ন ঘরোয়া অনুষ্ঠানে যোগদানসহ জাতীয় ও আন্তর্জাতিক চলচ্চিত্র মেলায় অংশগ্রহণ করছেন তিনি।
শুধু তাই নয়,পরিবারের সদস্যদের সঙ্গে সময় কাটানো সবই করছেন রুটিন মাফিক।
আর একের পর এক সিনেমার চমক দিয়েও চলেছেন এখনও।‘জিরো সিনেমাটির পরেই শাহরুখ ব্যস্ত হয়ে পড়বেন ‘স্যালুট’ নিয়ে।
আজকের বাজার/এসএম