কয়েকদিন আগেই বলিউড অভিনেত্রী কাজল ইন্সটাগ্রামে নিজের ফ্যানেদের সঙ্গে কথা বলেন। সেখানেই ফ্যানেরা কাজলকে তার জীবন এবং তার প্রিয় জিনিস সম্পর্কে অনেক প্রশ্ন করেন।
কাজল নিজের ইনস্টাগ্রাম পেজে , “আস্ক মি সেশন” করেছিলেন ফ্যানেদের সঙ্গে। সেখানে একজন ফ্যান তার কাছ থেকে ফোন নম্বর চেয়ে ফেলেন। বুদ্ধিমতী কাজল তাতে চতুরভাবে উত্তর দেন আর লেখেন “১০০, আপনি
একজন ফ্যান আবার কাজলকে জিজ্ঞেস করেন, আপনার এবং শাহরুখের কোন ছবি আসছে এরপর? অভিনেত্রী উত্তর দেন, ” শাহরুখকে জিজ্ঞেস করুন।”
তবে একজন ফ্যানের প্রশ্ন ছিল সবথেকে মজাদার! যেখানে তিনি শাহরুখ খানকে বিয়ে করা প্রসঙ্গে প্রশ্ন করে ফেলেন, কাজলের ফ্যান জিজ্ঞেস করেন, ” অজয় দেবগনের সঙ্গে দেখা না হলে, আপনি কি শাহরুখ খানকে বিয়ে করতেন?” উত্তরও ভীষণ মজার ঢঙেই দিয়েছেন কাজল। প্রশ্নের উত্তরে কাজল লেখেন, “ওই ব্যক্তির কি প্রপোজ করা উচিত ছিল না?সূত্র:এনডিটিভি
আজকের বাজার/লুৎফর রহমান