বলিউড অভিনেতা শাহিদ কাপুর ও স্ত্রী মিরা সম্প্রতি বাড়ি বদল করেছেন। মুম্বাইয়ের ওড়লিতে ৫৬ কোটি টাকায় কেনা বাড়িতে একটু দ্রুতই উঠেছেন এই দম্পতি। কিন্তু কেন? এর কারণ জানিয়েছে ভারতীয় কিছু গণমাধ্যম। তারা বলছে, দেহ ব্যবসা-ই তাদের দ্রুত বাড়ি বদলের কারণ!
ঘটনাটা এমন যে, যে এলাকায় শাহিদ-মিরা বসবাস করতেন ওই এলাকায় সম্প্রতি দেহ ব্যবসা বেড়ে গেছে বিপুল হারে। আর এই দম্পতির ঘরে আসবে দ্বিতীয় সন্তান। তাই সন্তান জন্মের পূর্বেই বাড়ি বদল করে ফেলেন তারা।
যদিও এ বিষয়ে ব্যক্তিগতভাবে শাহিদ কিংবা মিরা কিছুই বলেননি। মন মতো বাড়ি এবং পরিবেশ পেতে বেশ সময় লেগেছিল শাহিদের।
এদিকে গত ১২ জুলাই শাহিদ কাপুর এবং তার স্ত্রী মীরা রাজপুতের নামে ফ্ল্যাটটি রেজিস্ট্রেশন হয়েছে বলে জানা গেছে। ৫৬ কোটি টাকা ছাড়াও ভারতীয় সরকারকে আরো ২.৯১ কোটি টাকার স্ট্যাম্প ডিউটি দিতে হয়েছে অভিনেতাকে।
শাহিুদ দম্পত্তি ডুপ্লেক্সটি ওই থ্রি সিক্সটি ওয়েস্ট অ্যাপার্টমেন্টের ৪২ ও ৪৩ তলায় রয়েছে বলে জানা গেছে।
আরএম/